শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ নয় ! ডিএমকে পার্টিকে তোপ দাগলেন ধর্মেন্দ্র প্রধান

কেন এমন দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
dharmendra pradhan (1).jpg

নিজস্ব সংবাদদাতা : জাতীয় শিক্ষানীতি (NEP) ও তিন ভাষা বিতর্ককে কেন্দ্র করে, এবার ডিএমকে পার্টিকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, "ডিএমকে একটি  অসৎ পার্টি। তারা তামিলনাড়ুর শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ নয়। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করছে। তাদের একমাত্র কাজ মানুষের মধ্যে ভাষাগত বিভেদ সৃষ্টি করা।"

Dharmendra Pradhans1.jpg

এছাড়াও ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, "এই বিষয়কে কেন্দ্র করে তারা শুধুই রাজনীতি করছে, আর অপপ্রচার চালাচ্ছে। তাদের আচরণ অগণতান্ত্রিক ও অসভ্যদের মতো।"