নিজস্ব সংবাদদাতা: ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'যুগপুরুষ' বলে দাবি করেছেন। তিনি বলেন, 'মহাত্মা গান্ধী সত্যাগ্রহ ও অহিংসার মাধ্যমে ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করেছিলেন। ঠিক তেমনি সফল প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দেশকে প্রগতির রাস্তায় নিয়ে চলেছেন।'
ধনখড়ের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিরোধীরা। শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলেন, 'কোনও ব্যক্তি যুগপুরুষ হবেন কি না, সেটা ইতিহাস বলে। ইতিহাস সেই ব্যক্তির কাজকে সম্মান দিয়ে সিদ্ধান্ত নেয়।' অন্যদিকে কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি ধনখড়ের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, 'মহাত্মা গান্ধী অসহযোগিতা ও অহিংসার মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। অহিংসা ও অসহযোগিতাকে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি ছিলেন। বিংশ শতাব্দীর যুগপুরুষ তাঁকে বলা যেতে পারে। তাঁর আশেপাশে বিশ্বের কোনও মানুষ যদি স্থান পান তা হল নেলসন ম্যান্ডেলা। মহাত্মা গান্ধীকে মোদীর সঙ্গে তুলনা করা অপবাদ দেওয়ার থেকে কোনও অংশে কম নয়। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোনওভাবেই এই মন্তব্যকে মেনে নেওয়া যায় না। '
যুগপুরুষ নরেন্দ্র মোদী! ধনখড়ের মন্তব্যে কী বললেন বিরোধীরা
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'যুগপুরুষ' বলে উল্লেখ করেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই মন্তব্য করতে গিয়ে তিনি মোদীকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করেন। তীব্র প্রতিক্রিয়া দেখান বিরোধীরা।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'যুগপুরুষ' বলে দাবি করেছেন। তিনি বলেন, 'মহাত্মা গান্ধী সত্যাগ্রহ ও অহিংসার মাধ্যমে ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করেছিলেন। ঠিক তেমনি সফল প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দেশকে প্রগতির রাস্তায় নিয়ে চলেছেন।'
ধনখড়ের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিরোধীরা। শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলেন, 'কোনও ব্যক্তি যুগপুরুষ হবেন কি না, সেটা ইতিহাস বলে। ইতিহাস সেই ব্যক্তির কাজকে সম্মান দিয়ে সিদ্ধান্ত নেয়।' অন্যদিকে কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি ধনখড়ের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, 'মহাত্মা গান্ধী অসহযোগিতা ও অহিংসার মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। অহিংসা ও অসহযোগিতাকে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি ছিলেন। বিংশ শতাব্দীর যুগপুরুষ তাঁকে বলা যেতে পারে। তাঁর আশেপাশে বিশ্বের কোনও মানুষ যদি স্থান পান তা হল নেলসন ম্যান্ডেলা। মহাত্মা গান্ধীকে মোদীর সঙ্গে তুলনা করা অপবাদ দেওয়ার থেকে কোনও অংশে কম নয়। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোনওভাবেই এই মন্তব্যকে মেনে নেওয়া যায় না। '