Janmashtami 2023: কৃষ্ণের জন্মদিন! ভক্তদের ঢল বদ্রীনাথ মন্দিরে

জন্মাষ্টমী উদযাপনে বদ্রীনাথ মন্দিরে ভক্তদের ভিড়।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন,ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ বদ্রীনাথ মন্দির ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে কালো পাথরে তৈরি ভগবান বিষ্ণুর প্রধান মূর্তিকে ধ্যানে বসে থাকতে দেখা যায়। যাকে বদ্রী বিশালও বলা হয়। এখানে ভগবান বিষ্ণু দুটি হাত উপরে তুলে শঙ্খ এবং চক্র ধারণ করেন এবং তার দুটি বাহু যোগমুদ্রায় যা তাঁর কোলে বিশ্রামরত অবস্থায় দেখা যায়। বিষ্ণুর এক অনন্য অবতার শ্রী কৃষ্ণ। তাই তাঁর জন্মতিথিতে অর্থাৎ জন্মাষ্টমী তিথির উদযাপনে ভক্তদের ঢল বদ্রীনাথ মন্দিরে।