নিজস্ব সংবাদদাতাঃ মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হতেই আজ থেকে দেশজুড়ে নবরাত্রি শুরু হয়েছে। নয় দিনব্যাপী এই উৎসব চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। নবরাত্রির প্রথম দিনে দিল্লির ঝান্ডেওয়ালান মন্দিরে ভক্তরা প্রার্থনা করেন। এবং নবরাত্রির প্রথম দিন দিল্লির ঝান্ডেওয়ালান মন্দিরে 'জয় অম্বে গৌরী আরতি' পরিবেশন করা হচ্ছে।