নিজস্ব সংবাদদাতাঃ মারাঠা সংরক্ষণের (Maratha Reservation) দাবিতে লাগাতার কয়েকদিন ধরে দফায় দফায় অশান্ত হয়ে উঠছে মহারাষ্ট্রের বেশ কিছু এলাকা। বিশেষ করে জালনা। এবার এই ইস্যুতে মন্তব্য করলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি আজ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মারাঠা সম্প্রদায়ের সদস্যদের কল্যাণে শিন্ডে সরকারের বেশ কয়েকটি উদ্যোগের কথা উল্লেখ করেছেন। সেইসঙ্গে ফড়নবিশ বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জের জন্য ক্ষমাও চেয়েছেন।