পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন দেবেন্দ্র ফড়নবীশ !

জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে কি বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ?

author-image
Debjit Biswas
New Update
Devendra_Fadnavis_on_BJP_seats_maharashtra_1716821177507_1716821177821.webp

নিজস্ব সংবাদদাতা : আজ পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এই মন্দিরে পুজো দিয়ে দেবেন্দ্র ফড়নবীশ এক আবেগঘন বার্তা দিলেন। 

Devendra Fadnavis vc.jpg

তিনি বলেন, "ভগবান জগন্নাথের দর্শন করা মানেই এক অনন্য অভিজ্ঞতা। আমি আগেও এখানে এসেছিলাম, আর প্রতিবারই এখানে এসে আমি নতুন শক্তি পাই। ভগবান জগন্নাথ আমাকে যে ভালোবাসা ও স্নেহ দেন, তা অতুলনীয়। আজ এই দর্শন পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।"