নিজস্ব সংবাদদাতা : আজ পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এই মন্দিরে পুজো দিয়ে দেবেন্দ্র ফড়নবীশ এক আবেগঘন বার্তা দিলেন।
/anm-bengali/media/media_files/3bqwztmFj1QioKBtrqq1.jpg)
তিনি বলেন, "ভগবান জগন্নাথের দর্শন করা মানেই এক অনন্য অভিজ্ঞতা। আমি আগেও এখানে এসেছিলাম, আর প্রতিবারই এখানে এসে আমি নতুন শক্তি পাই। ভগবান জগন্নাথ আমাকে যে ভালোবাসা ও স্নেহ দেন, তা অতুলনীয়। আজ এই দর্শন পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।"