নির্বাচন কমিশন না পার্টি অফিস? রাজীব কুমারকে সরাতেই BJP-কে তুলোধনা সাংসদের

রাজীব কুমারকে নির্বাচন কমিশন কাল ডিজিপি পদ থেকে সরিয়েছে ভোটের ঠিক আগে। এই কৌশল নিয়ে এবার পদ্ম শিবিরকে তুলোধনা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।

author-image
Anusmita Bhattacharya
New Update
sdfghj

নিজস্ব সংবাদদাতা: কাল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি পদে থাকা রাজীব কুমারকে অপসারিত করেছে। এরপরেই সরব শাসকদল। এবার ডেরেক ও ব্রায়েন করলেন পোস্ট। 

80717_27_12_2023_18_34_5_1_RAJEEVKUMAR(1)

X হ্যান্ডেলে তৃণমূলের এই সাংসদ লেখেন, 'বিজেপির নোংরা কৌশল জাতীয় নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। বিজেপি কি জনগণের মুখোমুখি হতে এতটাই নার্ভাস যে তারা জাতীয় নির্বাচন কমিশনকে পার্টি অফিসে পরিণত করছে বিরোধীকে আক্রমণ করার জন্য? জাতীয় নির্বাচন কমিশন না প্রভু? নির্বাচিত রাজ্য সরকারের আধিকারিকদের বদলি! অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আমরা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে নির্বাচন চাই'।

derekk.jpg

Add 1

স

স

স্ব