লাইনচ্যূত ট্রেন! ছুটে এলেন স্থানীয়রা! প্রশংসা

চোখের সামনে বড় দুর্ঘটনা ঘটতে দেখেই ছুটে এসেছিলেন স্থানীয়রা। শুরু করেছিলেন উদ্ধারকার্য। তাদের প্রশাংসা এবার কেন্দ্রীয় মন্ত্রীর মুখে।

author-image
Pallabi Sanyal
New Update
sssss

নিজস্ব সংবাদদাতা :  রঘুনাথপুর স্টেশনে কামাখ্যা-গামী উত্তর-পূর্ব এক্সপ্রেসের ২১টি বগি লাইনচ্যূত হয়েছে। দুর্ঘটনা ঘটতে দেখেই ছুটে এসেছিলেন স্থানীয়রা। পাশে দাঁড়িয়েছিলেন দুর্ঘটনার কবলে পড়া অসহায় মানুষ গুলোর। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মানবিক স্থানীয়দের ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী অশ্বিনী। তিনি বলেন, "ভয়ঙ্কর দৃশ্য। উদ্ধার অভিযানে তাদের সহায়তার জন্য আমি স্থানীয় জনগণকে ধন্যবাদ জানাই।  হাজার হাজার মানুষ তাদের সব কাজ ফেলে এখানে সাহায্য করতে এসেছে।  খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রেল মন্ত্রক থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমস্ত দপ্তরকে জানিয়েছি। উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে জানানো হয়েছে।  আহত ব্যক্তিরা চিকিৎসাধীন এবং বিপদমুক্ত। আমরা অপারেশন পুনরুদ্ধারের চেষ্টা করছি এবং তদন্ত চলছে।"

 

 

hire