রাজ্যে এতদিন শুধু তুষ্টির রাজনীতি চলেছে, কাকে নিশানা করলেন উপমুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেপি মৌর্য বলেন, সমাজবাদী পার্টি এতদিন তুষ্টির রাজনীতি করেছে। সমাজবাদী পার্টির রাজত্বকালে অনেক মানুষের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
up deputy cm (1).jpg

নিজস্ব সংবাদদাতা : জ্ঞানবাপিতে 'ব্যাস জি কা তেহখানা'-তে পুজো করার প্রসঙ্গে উপ মুখ্যমন্ত্রী কেপি মৌর্য বলেছেন, " ১৯৯০ সালে সমাজবাদী পার্টির সরকারের আমলে নিরস্ত্র রাম ভক্তদের গুলি করা হয়েছিল। ১৯৯৩ সালে বাবা বিশ্বনাথের এই জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছিল।  আদালত এখন একটি সিদ্ধান্ত দিয়েছে এবং আমরা এটিকে স্বাগত জানাই। ২০১৩ সালে প্রয়াগরাজ 'কুম্ভ'-তে পদদলিত হয়ে শত শত মানুষ মারা গিয়েছিলেন। সেই সময় অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী ছিলেন। তুষ্টির এই রাজনীতি সমাজবাদী পার্টিকে পরিণত করবে 'সম্প্ত'বাদী পার্টিতে।"