উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন যে রাজ্যের বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হবে। তিনি বলেন, "বাজেট উপস্থাপনের পর এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমি সবাইকে আলোচনায় অংশ নেওয়ার এবং রাজ্যের উন্নয়নে তাদের অবদান রাখার আহ্বান জানাই।"
#WATCH | Lucknow: On the UP Budget Session, UP Deputy CM Brajesh Pathak says, "The UP Budget Session will start from tomorrow...After the presentation of the budget, there will be a discussion on it. I urge everyone to participate in the discussion and give their contribution to… pic.twitter.com/qJjPdSCwZy