নিজস্ব সংবাদদাতা: বিজাপুর এনকাউন্টার প্রসঙ্গে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেছেন, "এটি ছিল বিজাপুর জেলায় ডিআরজি এবং বস্তার ফাইটারের যৌথ অভিযান। আজ, পাঁচজন নকশাল নিহত হয়েছে এবং গতকাল তিনজন নিহত হয়েছে। আগামী দিনে এই বস্তার লাল সন্ত্রাস থেকে মুক্ত হবেন।"
খুব শীঘ্রই বস্তার লাল সন্ত্রাস থেকে মুক্ত হবে! আশার আলো দেখালেন উপমুখ্যমন্ত্রী
ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বলেন, খুব শীঘ্রই বস্তার লাল সন্ত্রাস থেকে মুক্ত হবে।
নিজস্ব সংবাদদাতা: বিজাপুর এনকাউন্টার প্রসঙ্গে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেছেন, "এটি ছিল বিজাপুর জেলায় ডিআরজি এবং বস্তার ফাইটারের যৌথ অভিযান। আজ, পাঁচজন নকশাল নিহত হয়েছে এবং গতকাল তিনজন নিহত হয়েছে। আগামী দিনে এই বস্তার লাল সন্ত্রাস থেকে মুক্ত হবেন।"