ঠিকাদারের মৃত্যুতে উঠল মন্ত্রীর নাম! কী বললেন উপমুখ্য়মন্ত্রী

কর্ণাটকে এক ঠিকাদারের মৃত্যুতে উঠল মন্ত্রীর নাম। কী সাফাই দিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।

author-image
Tamalika Chakraborty
New Update
DK SHIVKUMAR.jpg

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের বিজেপি সভাপতি বিওয়াই বিজয়েন্দ্রের দাবি যে বিদার কন্ট্রাক্টরের আত্মহত্যার মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা উচিত এবং কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গের পদত্যাগ করা উচিত, কর্ণাটকের ডিআই সিএম ডি কে শিবকুমার বলেছেন, "তারা (বিজেপি) রাজনীতি করতে চায়। যেহেতু প্রিয়াঙ্ক খাড়গের একজন গুরুত্বপূর্ণ নেতা যিনি অনেক কেলেঙ্কারি প্রকাশ করেছেন। বিজেপি কংগ্রেসের মন্ত্রীর ওপর ঈর্ষা করেন। আত্মহত্যার ঘটনায়  কোথাও তাঁর নেই এবং তিনি কোনওভাবেই মামলার সঙ্গে যুক্ত নন। তদন্ত নিরপেক্ষ হবে।"

shivkumarss.jpg