নিজস্ব সংবাদদাতাঃ সূত্রে খবর, বিহারের পাটনায় আরজেডি-র বৈঠকে উপমুখ্যমন্ত্রী তথা দলের নেতা তেজস্বী যাদব দলীয় নেতাদের বলেন, "মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শ্রদ্ধাশীল ছিলেন এবং আছেন। অনেক কিছুই তাঁর (নীতীশ কুমার) নিয়ন্ত্রণে নেই। মহাজোটে আরজেডির জোটসঙ্গীরা বরাবরই মুখ্যমন্ত্রীকে সম্মান করতেন। মুখ্যমন্ত্রী আমার সঙ্গে মঞ্চে বসে জিজ্ঞেস করতেন, ২০০৫ সালের আগে বিহারে কী ছিল? আমি কখনো রিঅ্যাক্ট করিনি। এখন আরও মানুষ আমাদের সঙ্গে আছেন। যে কাজ দু'দশকে হয়নি, যে কাজ আমরা অল্প সময়ে করেছি, তা সে চাকরি হোক, জাতিগত জনগণনা হোক, সংরক্ষণ বাড়ানো হোক ইত্যাদি 'বিহার মে আভি খেল হোনা বাকি হ্যায়'।"