নিজস্ব সংবাদদাতা: আজ দিল্লিতে সপ্তম ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নিজের জীবন ধারণা দিয়ে পরীক্ষার্থীদের নিজের অভিজ্ঞতার কথা ব্যক্ত করছেন প্রধানমন্ত্রী। সেই সংক্রান্ত একটি বিষয়েই এদিন মোদি এক পরীক্ষার্থীকে বলেন, “আমি মনে করি না তুমি বিভ্রান্ত। বাস্তব হল তুমি নিজেকে বিশ্বাস কর না। তোমার চিন্তা ভুল-ঠিক বিবেচনা করার জন্যে তুমি ৫০ জনের মতামত নিতে যাও। আর তাতে তুমি আরও বিভ্রান্ত হও। তুমি সেই পথেই হাঁটতে ভালোবাসো, যার মতামত সবচেয়ে সহজ হয়। জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতি হল বিভ্রান্তি। সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সবকিছুকে যতটা সম্ভব মাপকাঠিতে ওজন করা উচিত। কিন্তু এমন করা উচিত নয়, যে সিদ্ধান্ত নিতে গিয়ে শেষমেশ কাজটাই হল না। তাই সবার প্রথমে নিজের ওপর ভরসা করতে শেখা উচিত”।