ঘন কুয়াশা রাজধানীতে, ব্যহত হল বিমান পরিষেবা

ব্যহত হল বিমান পরিষেবা।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতাঃ রাজধানী দিল্লিতে শীতের মাত্রা বেড়েছে। দিল্লি আজ ঘন কুয়াশা পরিলক্ষিত হচ্ছে। আজ তাই দিল্লিতে দৃশ্যমান পরিমাণও কম। এই আবহে আজ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যহত হয়েছে বিমান পরিষেবা। 

Delhi Engulfed In Blanket Of Smog For Second Consecutive Day

সূত্র মারফত জানা গিয়েছে যে, স্বল্প দৃশ্যমানতার মধ্যে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে যে, আজ অন্তত ৮০টি ফ্লাইট গড়ে ১৩ মিনিট দেরিতে চলছে ও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। 

Delhi Weather | Dense Fog In Delhi, Several Flights Delayed Due To Low  Visibility dgtl - Anandabazar