নিজস্ব সংবাদদাতা : দূষণে একের পর এক রাজ্য মুখ ঢাকলেও অব্যাহত পাঞ্জাবে খড় পোড়ানোর ঘটনা। ফিরোজপুর জেলার মামদোতে ফসলের খড় পোড়ানো হচ্ছে এখনও। এবার ক্ষতিপূরণের দাবি কৃষকের। খড় পোড়ানো নিয়ে উত্তাল পরিবেশ মহল থেকে স্বাস্থ্য মহল, রাজনৈতিক মহলও। মামদোতের এক কৃষক বলেন, "আমাদের খড় কাটতে শ্রমিক পাওয়া যায় না। পোড়ানোর ধোঁয়া প্রথমে আমাদের পরে অন্যদের প্রভাবিত করে। সরকারের উচিত আমাদের কিছু ক্ষতিপূরণ দেওয়া।"