কয়লা কেলেঙ্কারি! ৪ বছরের জেল হয়ে গেল একাধিক হেভিওয়েটের

কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ বিজয় দারদা ও তাঁর ছেলে দেবেন্দ্র দারদাকে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মনোজ কুমার জয়সওয়ালকেও ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ বড় সিদ্ধান্ত নিল দিল্লির বিশেষ আদালত (Delhi Court)। জানা গিয়েছে, রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিজয় দারদাকে চার বছরের কারাদণ্ড দিল দিল্লির বিশেষ আদালত। তাঁর ছেলে দেবেন্দ্র দারদা, মেসার্স জেএলডি ইয়াবতমাল এনার্জি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মনোজ কুমার জয়সওয়ালকেও ছত্তিশগড়ে কয়লা ব্লক বরাদ্দে অনিয়মের মামলায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  একই মামলায় প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তা, দুই বরিষ্ঠ সরকারি কর্মচারী কেএস ক্রোফা এবং কেসি সামরিয়াকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।