নিজস্ব সংবাদদাতা: দিল্লির মসনদের দখলের লড়াই চলেছে আপ বিজেপির। তবে এগিয়ে থাকার নিরিখে বিজেপি ৪০+ হয়ে গিয়েছে, অপরদিকে ৩০ অতিক্রম করতে পারছে না আপ। এখন দেখার আপকি জিততে পারবে কামব্যাক করে নাকি দিল্লির তখতে হ্যাট্রিক হাতছাড়া হবে আপের।