নিজস্ব সংবাদদাতা: রাজধানী জুড়ে এখন চলছে জোড়া ফলা। একদিকে তীব্র তাপপ্রবাহ, আর অন্যদিকে জলের সঙ্কট। আর এই দুইয়ের চাপে নাজেহাল রাজধানীর বাসিন্দারা। এই নিয়ে চলছে মামলাও। কেননা দিল্লির জলমন্ত্রী আতিশি আগেই জানিয়েছিলেন, হরিয়ানা সরকার জল আটকে রেখেছে, তাই দিল্লিতে জলসঙ্কট দেখা দিয়েছে।
এদিন সুপ্রিম কোর্ট উচ্চ যমুনা নদী বোর্ডকে ৫ জুন একটি জরুরী বৈঠক করার নির্দেশ দিয়েছে। সেই প্রসঙ্গে দিল্লির জলমন্ত্রী আতিশি বলেন, “আমি দিল্লির জল সমস্যাটি বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাতে চাই এবং তারা এটির একটি গঠনমূলক সমাধান দিয়েছে। আপার যমুনা রিভার বোর্ডে, দিল্লি সরকার, হিমাচল প্রদেশ সরকার, উত্তরপ্রদেশ সরকার, কেন্দ্রীয় সরকার সকলকে একত্রে বসতে হবে এবং সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের সমাধান করতে হবে। এটা প্রমাণ করেছে যে দিল্লিতে জলের ঘাটতি দিল্লির সমস্যা নয়, সব রাজ্যকে একসঙ্গে বসে এর সমাধান খুঁজতে হবে”।