আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুনের শিকার মহিলা পিজি ট্রেইনি চিকিৎসকের ন্যায়বিচারের দাবিতে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন।
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুনের শিকার মহিলা পিজি ট্রেইনি চিকিৎসকের ন্যায়বিচারের দাবিতে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন।
দিল্লিতে ডঃ রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসকরা আজ প্রতিবাদ শুরু করেছে। সেই দৃশ্য ইতিমধ্যেই সকলের নজরে এসেছে।
দিল্লির ডঃ রাম মনোহর লোহিয়া হাসপাতালের কর্মরত এক চিকিৎসক বলেন, "আমাদের তিনটি মূল দাবি রয়েছে। প্রথমত, সিবিআই দ্রুত তদন্ত করে কারণ রাজ্য সরকারের তদন্ত অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তারা যে কোনও নিরপরাধকে ধরে নিয়ে আমাদের চুপ করিয়ে দিতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না। এটা গণধর্ষণ ও খুন, ২-৩ জন মিলে সংঘটিত হয়েছে। এটা নির্ভয়া পার্ট ২। দ্বিতীয়ত, আরজি করের অসংবেদনশীল কর্তৃপক্ষ, যারা ডাক্তারদের ডিউটি রুমে যখন এই ঘটনা ঘটল, তখন 'মেয়েটি রাতে একা কী করছিল'-এর মতো বিবৃতি জারি করছে, তাদের স্থায়ীভাবে অপসারণ করা হোক। তৃতীয়ত, দেশের সব হাসপাতালে সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট লাগু করতে হবে।”
#WATCH | Delhi | Visuals from Dr. Ram Manohar Lohia Hospital as doctors protest.
FORDA (Federation of Resident Doctors Association) calls a nationwide strike, demanding justice for the woman PG trainee doctor who was found raped & murdered at RG Kar Medical College & Hospital in… pic.twitter.com/nKWqf1mgb5