নিজস্ব সংবাদদাতা: AAP জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এদিন বলেন, “বিজেপি দিল্লিকে ভারতের অপরাধ রাজধানীতে পরিণত করেছে। দিল্লিতে ডাকাতি, চেইন ছিনতাই, গ্যাং ওয়ার চলছে। মহিলাদের ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিজেপি দিল্লির জনগণকে ঘৃণা করে। তাদের ঘৃণার কারণেই তারা গত ২৫ বছরে দিল্লিতে ক্ষমতায় ফিরে আসতে পারেনি। আমি দিল্লির জনগণকে আশ্বস্ত করেছি যে AAP সরকার গঠনের পর, RWA তাদের নিজ নিজ এলাকায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়োগের জন্য দিল্লি সরকারের কাছ থেকে তহবিল পাবে। পুলিশকে প্রতিস্থাপন করা আমাদের লক্ষ্য নয়। বিজেপি এখন একটি ধর্না দলে পরিণত হয়েছে। গতকাল, আমি নির্বাচন কমিশনে অভিযোগ করতে গিয়েছিলাম যে বিজেপি রোহিঙ্গাদের নামে পূর্বাঞ্চলের মানুষের ভোট কেটে নিচ্ছে”।