নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে চলছে বৃষ্টি। কিছু দিন আগেও যে প্রবল গরমে পুড়ছিল রাজধানী, সেখান থেকে এবার মিলেছে মুক্তি। কিন্তু তার সাথেই জুড়েছে জলযন্ত্রণা। টানা বৃষ্টিতে জলমগ্ন রাজধানীর একাধিক এলাকা। দিল্লির সিভিল লাইনে ধরা পড়ল সেই জল জমার ছবি।