দিল্লির দূষণের জের, এবার বন্ধ হয়ে গেল নবম-একাদশের ক্লাসও

আপাতত ক্লাস ১০ এবং ১২ শ্রেনীর শিক্ষার্থীদের জন্য শারীরিক ক্লাস যথারীতি ভাবে চলবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
delhi pollu

File Picture

নিজস্ব সংবাদদাতা: বায়ু দূষণের জের দিল্লিতে, যার জন্যে শিক্ষা কেন্দ্রগুলি প্রায় বন্ধ। নীচু ক্লাসগুলির ক্লাস তো আগেই বন্ধ ছিল। আর এবার বন্ধ করে দেওয়া হল বড়দের ক্লাসও। আজ থেকে ক্লাস ৯ এবং ১১ শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের জন্য শারীরিক ক্লাস বন্ধ করে দেওয়া হল। আজ থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ক্লাসের শিক্ষার্থীদের জন্য অনলাইন মোডে ক্লাস নিশ্চিত করতে স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদেরও নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত ক্লাস ১০ এবং ১২ শ্রেনীর শিক্ষার্থীদের জন্য শারীরিক ক্লাস যথারীতি ভাবে চলবে। এদিন এই নির্দেশের পর মান্ডি হাউসের কেরালা স্কুলের বাইরে দেখা যায় অল্প সংখ্যক স্কুল পড়ুয়ায়।

AirportBlastsPollution-ezgif.com-avif-to-jpg-converter

এক অভিভাবক এই বিষয়ে জানান, “আমার দুটি সন্তান এখানে পড়ে। একটি ৯ শ্রেণীতে এবং অন্যটি ১০ শ্রেণীতে। আমি ১০ শ্রেণীতে পড়া একজনকে এখানে স্কুলে দিতে এসেছি। বাকি নবম শ্রেণীর পড়ুয়া অনলাইনে ক্লাস করবে। দূষণ শিশুদের বেশি প্রভাবিত করে, তাই এই নির্দেশিকা প্রয়োজন ছিল।

Delhi Pollution: বাতাসে বাড়িছে বিষ, দূষণে নয়নে জ্বালা