নিজস্ব সংবাদদাতা: বিজেপির দায়ের করা অভিযোগের বিষয়ে আপ নেতাদের ক্রাইম ব্রাঞ্চের নোটিশ পাঠানো হয়েছে। যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরী হয়েছে দিল্লির রাজনীতিতে। এমনিতেই অরবিন্দ কেজরিওয়াল নিয়ে সরগরম রয়েছে রাজধানী বাতাবরণ। আর এবার নতুন করে যুক্ত হয়েছে এই নোটিশ।
এদিন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এই বিষয়ে বলেন, “২০১৪ সালে দিল্লি বিজেপির সহ-সভাপতি আমাদের নির্বাচিত বিধায়ক দীনেশ মোহানিয়াকে কোটি কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন৷ আমরা স্টিং ভিডিও রেকর্ড করেছিলাম এবং তা দিয়েছিলাম মিডিয়াকে৷ বলা হয়েছিল যে পুলিশ বিষয়টি তদন্ত করছে। ১০ বছর হয়ে গেছে। ক্রাইম ব্রাঞ্চ কি বিজেপির কাউকে নোটিশ দিয়েছে? আমরা নতুন প্রমাণ দেব কিন্তু আমরা জানতে চাই আগের সেই প্রমাণের কী হয়েছিল? নাকি টার্গেট শুধুই আপ?”