বাঙালিদের নিয়োগ করবে দিল্লি পুলিশ! হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত?

কেন দিল্লি পুলিশ বার বার অসফল হচ্ছে তাঁদের ধরতে?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Delhi-police_1

File Picture

নিজস্ব সংবাদদাতা: আপনি কি বাঙালি? বাংলা ভাষায় বিশেষ পারদর্শিতা রয়েছে? তবে এবার দিল্লি পুলিশে নিয়োগ করা হবে আপনাকে। বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে রীতিমত চিন্তিত ভারতবর্ষ। বিশেষ করে ভারতের স্বরাষ্ট্র দপ্তর এই অনুপ্রবেশ নিয়ে চিন্তায় রয়েছে। নিয়মিত হচ্ছে বৈঠক। তারপরেও এই অনুপ্রবেশ সমস্যার সমাধান কিছুতেই পাওয়া যাচ্ছে না। 

অনুপ্রবেশকারীদের খুঁজে বার করতে ব্যর্থ হচ্ছে পুলিশ। ভারতের পাসপোর্ট থেকে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিব্যি চলছে জালিয়াতির মতন ঘটনা। কিন্তু কেন দিল্লি পুলিশ বার বার অসফল হচ্ছে তাঁদের ধরতে? আসল কারণ হল ভাষা বিভ্রাট। বাংলাদেশীদের জিজ্ঞাসাবাদ তো করছে পুলিশ, তবে তাঁদের বাংলা ভাষায় সর্বপরী বাঙাল ভাষায় জবাব বুঝতেই পারছে না অধিকাংশ পুলিশ।

trafficdelhi

বাংলাদেশের মাতৃভাষা বাংলা। অন্যদিকে বাঙালিদের মাতৃভাষা বাংলা। তাই বাংলা ভাষায় কথা বলা ব্যক্তিরাই খুঁজে বার করবেন বাংলাদেশীদের। দিল্লি পুলিশ এবার নিয়োগ করছে বাংলা ভাষীদের। 

প্রায় ২ দশক আগে দিল্লি পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার অজয় রাজ শর্মা বাংলাদেশ সেল গঠন করেছিলেন। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল বাংলাদেশী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। তবে তিনি রিটায়ারমেন্টের পরেই নিষ্ক্রিয় হয়ে যায় সেই উইং। 

আবার পুনরায় তা চালু করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং তাদের দেশে ফেরানোর ব্যবস্থা নেয়া হবে। রাজধানী পুলিশ করবে এই কাজ। আর তাদের সহায়তা করবে বাংলাভাষীরা। 

 delhi kejriwal.JPG