নিজস্ব সংবাদদাতা : জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে দিল্লিতে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। মেট্রোর সময়ে এসেছে বদল। আকাশ পথে উড়ান পরিষেবার ক্ষেত্রেও পড়তে চলেছে প্রভাব। ফুড ডেলিভারি পরিষেবাও বন্ধ থাকবে। এবার জি-২০ শীর্ষ সম্মেলনকে সামনে রেথে ইন্ডিয়া গেট ও কর্তব্য পথের জিকে পা না বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। মূলত, হাঁটা, সাইকেল চালানো এবং পিকনিকিংয়ের মতো ক্রিয়াকলাপের জন্য ইন্ডিয়া গেট এবং কার্তব্য পথ পরিদর্শন না করার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। ইন্ডিয়া গেট ও কর্তব্য পথতে নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (ট্রাফিক) এসএস যাদব। মানুষের সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখা হয়েছে ভোর ৪টেয় পরিষেবা শুরুর জন্য।