নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে বাংলাদেশি নাগরিকদের খোঁজে তল্লাশি অভিযান পুলিশের। বাংলাদেশের এই ভাবে আক্রমণাত্মক ব্যবহারের এবার পাল্টা জবাব দিতে শুরু করলো রাজধানী। বৃহস্পতিবার সকাল থেকে দরজায় দরজায় গিয়ে অভিযান চালায় দিল্লি পুলিশ। উপরাজ্যপালের আদেশ মেনে রাজধানীর বুকে অবৈধভাবে লুকিয়ে থাকা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করতেই অভিযান পুলিশের। ইতিমধ্যেই সীমাপুরী এলাকায় ৩২ জন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ। তাদেরকে আটকও করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এরকম অভিযান আরও চলবে বলেই জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/P7wskPl88uyNMuDpPmFK.JPG)