জি-২০ : হ্যাক! সামনে এল বড় তথ্য

একের পর এক হ্যাকিং এর ঘটনা! গুরুত্বপূর্ণ সময়ে নাজেহাল পুলিশ। জি-২০-র মাঝে বড় ঘটনা। সামনে এল। নেপথ্যে পাকিস্তান?

author-image
Pallabi Sanyal
New Update
111

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা :  জি-২০ সম্মেলন মিটতেই প্রকাশ্যে এল বড় খবর। হ্যাক! হ্যাকারদের কুনজর পড়েছিল দিল্লি পুলিশের ওয়েবসাইটে। ৩-৪ বার বিধ্বস্ত হয়েছে সাইটটি। কয়েক ঘন্টার ব্যবধানে ঘটেছে এই সাইবার-আক্রমণ।প্রতিবার ১০ থেকে ৩০ মিনিটের জন্য সাইটটিকে অস্থায়ীভাবে অ্যাক্সেসযোগ্য করে দেওয়া হয়েছিল। নেপথ্যে পাক-হ্যাকাররা! এমনটাই অনুমান পুলিশের। সোমবার, পুলিশ জানিয়েছে যে "টিম উন্মাদ পিকে" নামে একদল অজ্ঞাত হ্যাকার ওয়েবসাইটটিতে বারবার আক্রমণ শানিয়েছে।ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ দাবি করেছে যে হ্যাকাররা পাকিস্তানে অবস্থিত এবং তারা বিকৃতকরণ আক্রমণ এবং ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিসেস (DDoS) আক্রমণ ব্যবহার করে ওয়েবসাইটগুলিতে আক্রমণ করছে, যার মধ্যে সোর্স ওয়েবসাইট ওভারলোড করতে এবং এটিকে নামিয়ে আনার জন্য অসংখ্য সার্ভার ব্যবহার করা জড়িত।