গ্রেফতার বিভব কুমার, সাত দিনের হেফাজত চাইল পুলিশ! জানুন বড় আপডেট

বিভব কুমারকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, শনিবার রাতে তিস হাজারি আদালতে শুনানি শুরুতেই বিভব কুমারকে সাত দিনের হেফাজতে রাখার আবেদন করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তরফে অতিরিক্ত সরকারি আইনজীবী অতুল শ্রীবাস্তব বলেছেন, "আমরা ডিভিআর চেয়েছিলাম, যা পেনড্রাইভে সরবরাহ করা হয়েছিল। ফুটেজ ফাঁকা পাওয়া গেছে। পুলিশকে একটি আইফোন দেওয়া হয়েছে, কিন্তু এখন অভিযুক্ত পাসওয়ার্ড শেয়ার করছে না। ফোনটি ফর্ম্যাট করা হয়েছে।" 

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জমা দিয়েছেন যে অভিযুক্ত আজও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

অভিযুক্ত পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাজীব মোহন বলেন, "কোনও মেডিক্যাল ডকুমেন্টের উল্লেখ নেই, এমনকি কোনও এমএলসিও রেকর্ডে নেই। ড্রয়িং রুমে সিসিটিভি নেই। সিসিটিভির তথ্য শুধু প্রধান ফটক থেকে শুরু করে আবাসিক এলাকা পর্যন্ত হতে পারে। আমি (বিভব) কি আমার ফোনের পাসওয়ার্ড দিতে বাধ্য হতে পারি? অভিযুক্তকে পাসওয়ার্ড দিতে বাধ্য করা যাবে না।" 

প্রতিরক্ষা আইনজীবী জমা দিয়েছেন যে অভিযুক্তকে শনিবার বিকেল ৪.১৫ মিনিটে তড়িঘড়ি করে গ্রেপ্তার করা হয়েছিল কারণ তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন।

Add 1