এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট
মীন রাশির জাতকরা লোভ এবং প্রলোভন থেকে দূরে থাকুন
ধনু রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো থাকবে আজ!

ব্রিজ ভূষণের বাসভবনে পুলিশ

ভারতীয় রেসলিং ফেডারেশনের (WFI) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের উত্তর প্রদেশের গোন্ডায় তার বাসভবনে পৌঁছেছে দিল্লি পুলিশ। তথ্য অনুযায়ী, ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের বিষয়ে ১২ জনের বয়ান রেকর্ড করতে সিং-এর বাড়িতে গিয়েছে পুলিশ।

author-image
Pritam Santra
New Update
আজ প্রেস কনফারেন্স করবেন অভিযুক্ত WFI সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় রেসলিং ফেডারেশনের (WFI) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের উত্তর প্রদেশের গোন্ডায় তার বাসভবনে পৌঁছেছে দিল্লি পুলিশ। তথ্য অনুযায়ী, ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের বিষয়ে ১২ জনের বয়ান রেকর্ড করতে সিং-এর বাড়িতে গিয়েছে পুলিশ। দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবৃতি দেওয়া ব্যক্তিদের নাম, ঠিকানা এবং পরিচয়পত্র সংগ্রহ করেছে। জানা গিয়েছে, ডব্লিউএফআই প্রধানের অনেক সমর্থককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বিশেষ তদন্তকারী দল (SIT) এখনও পর্যন্ত ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মোট ১৩৭ জনের বয়ান রেকর্ড করেছে। এর আগে গত ২৮ এপ্রিল দিল্লি পুলিশ কনাট প্লেস থানায় ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছিল।