ললিত ঝাঁ-এর বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশ

ষড়যন্ত্রের জাল কতদূর ছড়িয়েছিল তা জানতে মরিয়া দিল্লি পুলিশ। চলছে তদন্ত।

author-image
Adrita
New Update
জ

নিজস্ব সংবাদদাতাঃ সংসদের ভিতরে স্মোক বম্ব হামলার ঘটনায় মূল অভিযুক্ত তথা ললিত ঝা-এর বাগুয়াটির বাড়িতে গিয়ে হাজির হল দিল্লি পুলিশের একটি টিম। সূত্র মারফত জানা গিয়েছে যে, গতকাল বাড়ির চাবি না মেলায় তারা বাড়ির খানা তল্লশি চালাতে পারেনি। 

hiren

জানা গিয়েছে যে অন্যদিকে ললিত ঝাঁ- এর বড়বাজারের বাড়িতে গতকাল দিল্লি পুলিশের একটি টিম গিয়ে হানা দিয়েছিল। সেখানে চালানো হয়েছে বেশ কিছুক্ষণব্যাপী তল্লাশি। 

hiring.jpg