নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লি পুলিশের স্পেশাল সেল, একটি বিশেষ অভিযানের মাধ্যমে, দিল্লির কুখ্যাত কালা জাঠেরি গ্যাংয়ের দুই শার্পশুটারকে গ্রেফতার করেছে। সূত্র অনুযায়ী, গতকাল রাতে রাজধানীর দ্বারকা এলাকায়, দিল্লি পুলিশের সঙ্গে এই গ্যাংস্টারদের ব্যাপক গুলি বিনিময় হয়।
/anm-bengali/media/media_files/NZnLvWJcDDAObrD0YAPg.jpg)
পুলিশের পাল্টা গুলিতে এই দুই অপরাধী গুলিবিদ্ধ হয়, এবং দুজনেরই পায়ে গুলি লেগেছে। এই অভিযানে কালা জাঠেরি গ্যাংয়ের বিরুদ্ধে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।