বিধানসভা নির্বাচনের আগে তৎপর দিল্লি পুলিশ

মধ্য দিল্লির ডিসিপি এম হর্ষবর্ধন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "নির্বাচনের আগে শেষ ৪৮ ঘন্টা ধরে আমরা নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করছি।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Delhi Election

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দিল্লির বিধানসভা নির্বাচন বুধবার (Delhi Assembly Election)। সোমবার শেষ প্রচারের দিন (Delhi Polls) ৷ তিন প্রধান দলই রোড শো, জনসভা, পদযাত্রা এবং বাইক র‍্যালির মাধ্যমে প্রচার চালিয়েছে ৷ নির্বাচনের আগে তৎপর দিল্লি  (Delhi Police)

মধ্য দিল্লির ডিসিপি এম হর্ষবর্ধন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "নির্বাচনের আগে শেষ ৪৮ ঘন্টা ধরে আমরা নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করছি... ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি টহল বাড়িয়েছি। আমরা জেলা ও কেন্দ্রীয় স্তরে তৈরি করেছি সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম।

এদিন, কমলানগর মার্কেট এলাকায় ফ্ল্যাগ মার্চ করে দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনী। দেখুন ভিডিও...।