মেয়েদের অন্তর্বাস চুরি! ভরদুপুরে সাংঘাতিক ঘটনা
রাশিয়া-ইউক্রেন আলোচনা হলে তুরস্ক যেতে পারেন, ঘোষণা করলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির মাঝেই এলো সুখবর, DRDO-র নতুন গবেষণায় মিললো সাফল্য
সপ্তম বেতন কমিশনের ডিএ বৃদ্ধির আপডেট: সুখবর আসছে!
‘সেনাদের কৃতিত্ব, বলিদানকে শ্রদ্ধা জানাই’, সেনাদের পাশে দাঁড়িয়ে বললেন প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তান ভুলতে পারবে না...ঘোষণা করে দিলেন রাজনাথ সিং!
BREAKING: জোশের সঙ্গে হুঁশ- সেনাদের মাঝে বলিষ্ঠ কণ্ঠে প্রতিরক্ষা মন্ত্রী!
শুধু ড্রোন বা মিসাইল নয়, তুরস্ক নিজেদের সেনাকেও পাঠিয়েছিল পাকিস্তানে; ভারতে আক্রমণ করতে
BREAKING: "জঙ্গিদের বোন'! কর্নেল সোফিয়া কুরেশিকে আক্রমণে মন্ত্রীকে ধমক দিল সুপ্রিম কোর্ট

বিরাট সাফল্য দিল্লি পুলিশের, গ্রেফতার লস্কর-ই-তৈবার সক্রিয় সদস্য

লস্কর-ই-তৈবা মডিউলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক।,ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, মঙ্গলবার অর্থাৎ আজ জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় কর্মরত লস্কর-ই-তৈবা মডিউলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। নিয়ন্ত্রণরেখার ওপার থেকে অস্ত্র ও গোলাবারুদ গ্রহণে অভিযুক্ত সহায়ক ভূমিকা পালন করেছিলেন। ধৃতের নাম রিয়াজ আহমেদ। এই সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়। অভিযুক্ত রিয়াজ আহমেদকে আইনের যথাযথ ধারায় গ্রেফতার করা হয়েছে এবং জম্মু ও কাশ্মীরের সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাদের পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপের জন্য অবহিত করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, পিএস-নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের কর্মীরা জম্মু ও কাশ্মীর পুলিশের দ্বারা সম্প্রতি কুপওয়ারায় সন্ত্রাসী মডিউলের অন্যতম মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতাঁর করেছে। ৪ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। খুরশিদ আহমেদ রাথার ও গুলাম সারওয়ার রাথার নামে এক ব্যক্তির সঙ্গে মিলে সে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে সন্ত্রাসী হ্যান্ডলারদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ গ্রহণের ষড়যন্ত্রে জড়িত ছিল। এই ব্যাপারে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি ধারা, ৭/২৫ ভারতীয় অস্ত্র আইন, ১৩, ১৮, ২০, ২৩, ৩৮, ৩৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। 

cityaddnew

aad

aad