নিজস্ব সংবাদদাতা: দিল্লি পুলিশ এদিন ১১ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে অবৈধ ভাবে প্রবেশের জন্যে। এদিন অ্যান্টি স্ন্যাচিং সেল, দক্ষিণ পশ্চিম জেলা দিল্লিতে অবৈধভাবে বসবাসরত ১১ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। এদের পরিচয় হল - মোঃ শিমুল, মোঃ আলী পরান, মোঃ শিহাব হোসেন, মোঃ জাকির হোসেন বিপ্লব, আনোয়ার হাসান, মাসুদুল আলম অতুল, জাকারিয়া আহমেদ, অর্পন কুমার চন্দ, এমডি রফিকুল, মিজানুদ্দিন ও আরিফুর রহমান আকরাম। এগারো জন অবৈধ অভিবাসীকে এফআরআরও-র মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, বলে জানিয়েছে দিল্লি পুলিশ।