নিজস্ব সংবাদদাতাঃ নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে সমস্ত সংখ্যালঘু ধর্মীয় নেতারা বলছেন, “আমাদের জাতপাত, রীতিনীতি, ধর্ম, প্রার্থনা পদ্ধতি আলাদা হতে পারে। কিন্তু মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানবতা। আমরা সবাই একই দেশে বাস করি, আমরা সবাই ভারতীয়। আসুন আমরা আমাদের দেশকে শক্তিশালী করি। আমাদের দেশ আমাদের শীর্ষ অগ্রাধিকার। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফের 'বিশ্বগুরু' হয়ে ওঠার কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং তা করতে হলে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন সংসদ ভবনের এই ছবিগুলি আমাদের দেশের পরিবর্তিত সময়ের প্রমাণ।”