দিল্লি আজ গেরুয়া রঙে রঙিন!

নয়াদিল্লি আসন থেকে আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল হেরে গিয়েছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bjp win

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে যখন সকলের নজর, তখন ভারতীয় জনতা পার্টির সমর্থকরা উদযাপন শুরু করে দিয়েছে দিকে দিকে। কারণ বিজেপি ২৭ বছর পর জাতীয় রাজধানীতে ক্ষমতায় ফিরতে চলেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, প্রাথমিক প্রবণতা বলছে বিজেপি ৪৫টি আসনে এগিয়ে এবং ২টি আসনে জয়ী। আর আপ ২১টি আসনে এগিয়ে এবং ওরাও ২টি আসনে জয়ী হয়েছে। সব থেকে বড় ব্যাপার নয়াদিল্লি আসন থেকে আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল হেরে গিয়েছেন।

arvind kejriwall1.jpg

আর মোটামুটি এই ফলাফল দেখেই উচ্ছ্বাসা শুরু করেছে বিজেপি সমর্থকেরা। দিল্লিতে বিজেপি অফিসের বাইরে দেখা যাচ্ছে, বিজেপি কর্মী ও সমর্থকরা একে অপরকে গেরুয়া আবির মাখাচ্ছেন, একে-অপরকে অভিনন্দন জানাচ্ছেন। ঢাক বাজিয়ে নাচও করছেন অনেকে। কার্যত জয়ের আনন্দে মাতোয়ারা গেরুয়া শিবির।

bjp-flag-1521658
ফাইল চিত্র