দিল্লির নব নির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, উপ-মুখ্যমন্ত্রী হলেন পরভেশ

আগামীকাল রেখা গুপ্তায় দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GkKHqLTboAAIBGJ

File Picture

নিজস্ব সংবাদদাতা: অবশেষে সব জল্পনার অবসান। দিল্লির নব নির্বাচিত মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্ত। ফের একবার রাজধানী পেল মহিলা মুখ্যমন্ত্রী। আগামীকাল রেখা গুপ্তায় দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। এছাড়া পরভেশ ভার্মা তাঁর উপ-মুখ্যমন্ত্রী হবেন। ৫ ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনে জাতীয় রাজধানীতে জয়লাভ করে ২৬ বছরেরও বেশি সময় পর দিল্লিতে ক্ষমতায় ফিরে আসার পর রেখা গুপ্তা আম আদমি পার্টির আতিশীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

GkKFaoRW4AErJjn

৭০ সদস্যের বিধানসভার মধ্যে ৪৮টি আসন জিতে বিজেপি আম আদমি পার্টির দশকব্যাপী শাসনের অবসান ঘটায়। আম আদমি পার্টি মাত্র ২২টি আসন জিততে সক্ষম হয় এবং অরবিন্দ কেজরিওয়ালের নয়াদিল্লি নির্বাচনী এলাকা এবং মনীশ সিসোদিয়ার জঙ্গপুরা সহ গুরুত্বপূর্ণ আসনগুলি হেরে যায়।