নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার হওয়া ভারী বৃষ্টির কারণে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারতের। জলের তলায় চলে গিয়েছে সাধারণ মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে মন্দির, মসজিদ, হাসপাতাল, স্কুল। এদিকে গত ৪১ বছরের বৃষ্টির রেকর্ড ভেঙে গিয়েছে দিল্লির। হু হু করে বাড়ছে যমুনা নদীর জলস্তর। এদিকে শহরের পরিস্থিতি সম্পর্কে মুখ খুললেন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তিনি জানান, " আমরা আশা করছি আগামীকালের মধ্যে যমুনা নদীর জলস্তর ২০৪ মিটার অতিক্রম করবে। সরকার প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি নেবে। যদি যমুনার জলস্তর ২০৫ মিটার অতিক্রম করে তবে আমরা আশেপাশের এলাকার লোকদের সরিয়ে নেব। মুখ্যমন্ত্রী আজ সমস্ত বিভাগের একটি জরুরি বৈঠক ডেকেছেন এবং প্রস্তুতি পর্যালোচনা করবেন... সমস্ত আধিকারিকের ছুটি বাতিল করা হয়েছে এবং সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।"