নিজস্ব সংবাদদাতাঃ আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার বিষয়ে দিল্লির মন্ত্রী অতিশী বলেছেন, "বিজেপি জানত যে তিনি (অরবিন্দ কেজরিওয়াল) রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেয়েছেন, তারা জানে যে তিনি সুপ্রিম কোর্টও জামিন পাবেন। সেই কারণেই তারা আরও একটি ষড়যন্ত্র করেছিল এবং যেদিন সুপ্রিম কোর্টে জামিনের শুনানি হওয়ার কথা ছিল, সেদিন তারা সিবিআইকে তার একদিন আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে বাধ্য করেছিল। কেন তাঁকে গ্রেফতার করল সিবিআই? কারণ ইডির মামলায় জামিন পেলে জেল থেকে বেরিয়ে এসে দিল্লির মানুষের জন্য ১০ গুণ দ্রুত কাজ করতে পারতেন। আমি আজ বিজেপিকে বলতে চাই, একের পর এক এই দেশের প্রতিটি আদালত আপনাদের ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে। প্রতিটি আদালতই অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিচ্ছে। আমি বিজেপিকে বলতে চাই, নিজেদের ঔদ্ধত্য বন্ধ করুন এবং অন্য দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বন্ধ করুন। সত্যকে কষ্ট দেওয়া যায়, কিন্তু পরাজিত করা যায় না।"