নিজস্ব সংবাদদাতাঃ আপ সাংসদ স্বাতী মালিওয়াল নিগ্রহ মামলা নিয়ে আপ নেতা তথা দিল্লির মন্ত্রী অতিশী বলেন, 'অরবিন্দ কেজরিওয়াল জামিন পাওয়ার পর থেকেই বিজেপি নড়েচড়ে বসেছে। এই কারণে বিজেপি একটি ষড়যন্ত্র করেছিল, যার অধীনে স্বাতী মালিওয়ালকে ১৩ মে সকালে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পাঠানো হয়েছিল। তারা মুখ্যমন্ত্রীকে দোষারোপ করতে চেয়েছিল কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন না তাই তিনি রক্ষা পেয়েছিলেন। এরপরই স্বাতী মালিওয়াল বিভব কুমারকে অভিযুক্ত করেন। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁকে মারধর করা হয়েছে। আজ প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর বাড়ির ড্রয়িংরুমে আরাম করে বসে পুলিশ আধিকারিকদের হুমকি দিচ্ছেন তিনি। ভিডিওতে তাকে বিভব কুমারকে হুমকিও দিতে দেখা গেছে। ভিডিওতে তার জামাকাপড় ছেঁড়া হয়নি বা মাথায় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।"