নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরে এক সপ্তাহের মধ্যে তিনটি জঙ্গি হামলা প্রসঙ্গে দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, "যখন দেশে নোট বাতিল করা হয়েছিল, তখন দাবি করা হয়েছিল যে নোট বাতিলের ফলে সন্ত্রাসবাদী কার্যকলাপ শেষ হয়ে যাবে। কিন্তু সেরকম কিছু ঘটেনি। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বদলালেও জঙ্গি তৎপরতা কমাতে পারছে না কেন্দ্রীয় সরকার। এমনকী, চিনের কার্যকলাপও বাড়ছে। আমি মনে করি কেন্দ্রের পুনর্বিবেচনা করা উচিত এবং তার সহযোগীদের সঙ্গে তার বিদেশনীতি নিয়ে আলোচনা করা উচিত।"