নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, “হরিয়ানার বিজেপি সরকার ক্রমাগত মিথ্যা কথা বলছে, ওরা জল কমিয়ে দিচ্ছে। অতিশী প্রতিবাদে বসার পর হরিয়ানা আরও অন্তত ১৭ এমজিডি (মিলিয়ন গ্যালন প্রতি দিন) জল কমিয়েছে।”
/anm-bengali/media/media_files/UCyUN048hDGuD5dWqkYF.jpg)
তিনি আরও বলেছেন, “তাই এখন হরিয়ানা ১১৭ এমজিডি কম জল দিচ্ছে। গত তিন দিনে ৮৫ হাজার মানুষকে জল দেওয়া বন্ধ করে দিয়েছে হরিয়ানা। এটা খুবই দুর্ভাগ্যজনক।”
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)