রাজ্যের বিরোধী দল, নাগরিক সমাজ, চিকিৎসকদের পাশে থাকার আর্জি! কী বলছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা
বিকাশ ভবনের কর্মীদের বাইরে বের করতেই.... আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের ওপর পুলিশি লাঠিচার্জ নিয়ে কী বললেন এডিজি জাভেজ শামিম
পিছু হটার রাস্তা নেই... বিকাশ ভবনের সামনে থেকে গর্জে উঠলেন মানুষ গড়ার কারিগররা
আন্তর্জাতিক তহবিলের টাকা জঙ্গিদের পিছনে ঢালছে পাকিস্তান, মিললো তার প্রমাণ
নিরস্ত্র শিক্ষকদের এত ভয় পাচ্ছে পুলিশ! কার্যত দুর্গে পরিণত করা হল বিকাশ ভবনকে
মানুষ প্রাতরাশ করতে যত সময় নেয়, ততক্ষণে আপনারা শত্রুপক্ষকে খতম করে দেন! ভুজে বিস্ফোরক প্রতিরক্ষা মন্ত্রী
ত্রালে গ্রামবাসীদের পণবন্দি করে রেখেছিল জঙ্গিরা! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাল সেনাবাহিনীরা
কাশ্মীর পুলিশের ‘মিশন ক্লিয়ারেন্স, ৪৮ ঘণ্টায় ছয় জঙ্গি নিকেশ করে দৃষ্টান্ত স্থাপন
জাতিসংঘের স্বীকৃতি! বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি ভারতেরই

স্বাতী মালিওয়ালের হামলা, সবটাই বিজেপির ষড়যন্ত্র! ফাঁস হয়ে গেল

স্বাতী মালিওয়ালের এই পুরো ঘটনাটি বিজেপির ষড়যন্ত্র। এমনটাই জানিয়ে দিলেন দিল্লির মন্ত্রী তথা আপ নেতা অতিশী।

author-image
Probha Rani Das
New Update
atishiqw2.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মন্ত্রী তথা আপ নেতা অতিশী বলেছেন, “স্বাতী মালিওয়ালের এই পুরো ঘটনাটি বিজেপির ষড়যন্ত্র। স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখায় মামলা থাকায় এই ষড়যন্ত্রে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার বিরুদ্ধে অবৈধ নিয়োগ মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এবং তিনি দোষী সাব্যস্ত হওয়ার কাছাকাছি রয়েছেন।

atishi wer.jpg

তিনি আরও বলেন, “এটাই বিজেপির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এই সেই দিল্লি পুলিশ যারা আদালতের হস্তক্ষেপ না করা পর্যন্ত ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি, যদিও মহিলা কুস্তিগীররা রাস্তায় বসে ছিলেন। এই মামলায় স্বাতী মালিওয়ালের মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা লঙ্ঘন এবং অনধিকার প্রবেশের বিষয়ে বিভব কুমারের দেওয়া অভিযোগের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়নি। বিজেপির নির্দেশে দিল্লি পুলিশ কাজ করছে।” 

Add 1