নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী বলেন, "গত দু'বছর ধরে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আপ নেতৃত্বাধীন দিল্লি সরকারকে হয়রানি করার কোনও প্রয়াস ছাড়েনি। আপের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা এক টাকাও দুর্নীতির সন্ধান পায়নি। তা সত্ত্বেও আপ সরকারের সব বড় নেতাদের জেলে ঢোকানো হয়। সেই সময়েও যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিল তাদের মিথ্যা মামলায় জেলে ঢোকানো হয়েছিল। প্রত্যেক স্বৈরশাসক তার বিরোধীদের চুপ করানোর জন্য জেলে ঢুকিয়ে দেয়। বিজেপি ভেবেছিল তারা এই ধরনের স্বৈরাচারী কাজ করে আপ ভাঙবে। কিন্তু তারা তা করতে সফল হয়নি। অবশেষে সত্যের জয় হল এবং মণীশ সিসোদিয়া জেল থেকে বেরিয়ে এলেন। সত্যের জয় উদযাপনে আম আদমি পার্টি শুরু করছে 'সত্যমেব জয়তে' ডিপি অভিযান। আজ থেকে আম আদমি পার্টির সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে 'সত্যমেব জয়তে' ডিপি প্রচার শুরু হয়েছে।"
#WATCH | Delhi: Delhi Minister and AAP leader Atishi says, "From the past two years the BJP-led Central government has left no stone unturned to harass the AAP-led Delhi government. False cases were filed against the leaders of AAP. They didn't find a single rupee of corruption.… pic.twitter.com/whr1NbICop