নিজস্ব সংবাদদাতা: দিল্লি -মিরাট আঞ্চলিক দ্রুত ট্রানজিট সিস্টেম বা দিল্লি-মিরাট RRTS কাল উদ্বোধন করতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'নমো ভারত'। এটি ভারতের প্রথম আঞ্চলিক দ্রুত ট্রানজিট সিস্টেম হতে চলেছে যা লোকসভা ভোটের আগে বিজেপি সরকারের এক অন্যতম কৌশলী পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।