আবাগারী দুর্নীতিতে যুক্ত জেপি নাড্ডা, বড় তথ্য প্রকাশ্যে

'কখন বিজেপিকে অভিযুক্ত করবে ইডি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
NADDA BILASS.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির মন্ত্রী তথা আপ নেতা অতীশি এদিন বলেন, “২১ মার্চ, ২০২৪-এ, প্রথমবারের মতো মদ কেলেঙ্কারিতে মানি ট্রেইলের প্রমাণ পাওয়া গেছে। তাহলে কীভাবে তারও আগের থেকে অভিযান এমনকি গ্রেপ্তার করা শুরু করেছে ইডি? কীভাবে ইডি গত ১৬ দিনে অনেক গ্রেপ্তার, সমন এবং অভিযান চালিয়েছে যখন প্রমাণই ছিল না কোনও। ইডি কিছুই করেনি কারণ এই অর্থের ট্রেইল মদ ব্যবসায়ী শরৎ রেড্ডির কাছ থেকে বিজেপির অ্যাকাউন্টে যাচ্ছে। যখন ৫৫ কোটি টাকার ট্রেইল মদ ব্যবসায়ীর দক্ষিণ লবি থেকে বিজেপিতে যাচ্ছে, তাহলে কখন বিজেপিকে অভিযুক্ত করবে ইডি। আমি ইডিকে জিজ্ঞাসা করছি, বিজেপির সভাপতি জেপি নাড্ডা কখন সমন পাবেন, কখন অভিযান হবে? কবে তাকে গ্রেফতার করা হবে?”

aapatishiia1.jpg

naddaaa.jpg

Add 1