নিজস্ব সংবাদদাতাঃ সূত্রে খবর, দিল্লি বিধানসভায় আজ মণিপুর ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। জানা গিয়েছে, বিধায়ক দুর্গেশ পাঠক, বিনয় মিশ্র এবং কুলদীপ কুমার মণিপুরে অশান্তি এবং সেখানকার মানুষের নৃশংসতা নিয়ে আলোচনা শুরু করবেন।
Delhi Legislative Assembly likely to discuss Manipur issue in the House today. MLAs Durgesh Pathak, Vinay Mishra and Kuldeep Kumar will initiate discussion on the issue of disturbances in Manipur and the atrocities faced by the people there.