নিজস্ব সংবাদদাতা: দিল্লি হাইকোর্ট সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কালকাজি আসন থেকে আপ নেত্রী অতিশীর নির্বাচনকে চ্যালেঞ্জ করে একটি আবেদনের বিষয়ে নোটিশ জারি করেছে। আদালত অতিশী, রিটার্নিং অফিসার, ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) এবং অন্যান্যদের কাছ থেকে জবাব চেয়েছে।
/anm-bengali/media/media_files/tbsnrbdZs8J5ZtSsaCUQ.jpg)