নিজস্ব সংবাদদাতা: দিল্লি হাইকোর্ট শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী বিভাব কুমারের দায়ের করা আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে। আপ সাংসদ স্বাতি মালিওয়ালের দায়ের করা নিগ্রহ মামলায় বিভাব কুমারের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেছে আবেদন করা হয়েছিল। বুধবার, বিভাব কুমার এই মাসের শুরুতে মুখ্যমন্ত্রীর বাসভবনে আপ সাংসদ স্বাতি মালিওয়ালের উপর কথিত হামলার ঘটনায় তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন।
সেই আবেদনে, বিভাব কুমার তাঁর গ্রেফতারিকে বেআইনি, ফৌজদারি কার্যবিধির ধারা ৪১ এ- এর বিধানের চরম লঙ্ঘন এবং আইনের আদেশের বিরুদ্ধে ঘোষণা করার নির্দেশনা চেয়েছিলেন।